মেসির হ্যাটট্রিকে শিরোপার আরও কাছে বার্সা

ক্রীড়া ডেস্ক
| আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৬:১৫ | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ০৭:৪৫

ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক করে ফেললেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। জালের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজও। তাতেই রিয়াল বেতিসকে বড় ব্যবধানে হারিয়ে লা লিগার শিরোপার আরও কাছে চলে গেল বার্সেলোনা।

রবিবার রিয়াল বেতিসের ঘরের মাঠে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে মেসি ও তার সতীর্থরা। গত মাসে প্রথম লেগে দুই গোল করেও বার্সার হার এড়াতে পারেনি লিও। সেই ম্যাচে নিজেদের মাঠ কাম্প নউয়ে ৩-৪ গোলে বেতিসের কাছে হেরেছিল শিরোপাধারীরা।

রিয়াল বেতিসের মাঠে শুরু থেকেই দুর্দান্ত ছিল বার্সা। ম্যাচের ১৮তম মিনিটেই দলকে এগিয়ে নেন মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিকে বল ঠিকানায় পাঠান বার্সেলোনা অধিনায়ক। চলতি আসরে সরাসরি ফ্রি-কিক থেকে এটি তার চতুর্থ গোল।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার জালের দেখা পান লিও। সুয়ারেজের পাস পেয়ে ছুটে গিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।

৬৩ মিনিটে জালের দেখা পান সুয়ারেজ। মাঝমাঠে বল পেয়ে দারুণ গতিতে এগোনোর পথে বেতিসের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেন এই উরুগুয়ে স্ট্রাইকার। এই গোলের মধ্যে দিয়ে লা লিগায় উরুগুয়ের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ১২৮ গোল করা দিয়েগো ফোরলানের পাশে বসলেন সুয়ারেস।

৮২তম মিনিটে লোরেন মোরনের গোলে ব্যবধান কমায় বেতিস। দলের হয়ে গোল করেন লাইনেস।

আর ৮৫তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। ইভান রাকিতিচের কাছ থেকে বল পেয়ে দারুণ এক চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল ঠিকানায় পাঠান তিনি।

চলতি আসরে তার এটি ২৯তম ও সব মিলিয়ে মৌসুমে ৩৯তম গোল। স্পেনের শীর্ষ লিগে মেসির এটা ৩৩তম আর ক্যারিয়ারে ৫১তম হ্যাটট্রিক।

২৮ ম্যাচে ২০ জয় আর দুই ড্রয়ে ৬৬ পয়েন্টে শীর্ষস্থান নিয়ে শিরোপার খুব কাছেই আছে গেল বারের চ্যাম্পিয়নরা। ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ।

(ঢাকাটাইমস/ ১৮ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :