রোনালদোবিহীন জুভেন্টাসের হার

ক্রীড়া ডেস্ক
| আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১১:৪৩ | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ১১:১৮

সেরি আয় রোনালদোবিহীন জোনোয়ারের বিপক্ষে হেরে গেল জুভেন্টাস। চলতি লিগে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দলের এটাই প্রথম পরাজয়।

রোববার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত ম্যাচটিতে জুভেন্টাসকে ২-০ গোলে হারায় জেনোয়া। এর আগে প্রথম লেগে জোনোয়ার সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল টানা সাতবারের চ্যাম্পিয়নরা। লিগ জুড়ে ওই এক ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল তুরিনের ক্লাবটি।

এদিন ম্যাচের শুরু থেকেই ছিন্নছাড়া ছিল জুভেন্টাস। প্রথমার্ধে জালের দেখা তো দূরে একটি শর্টও নিতে পারেনি ক্লাবটি।

ম্যাচের ৭২তম মিনিটে এগিয়ে যায় জেনোয়া।গোরান পানদেভের ছোট পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২২ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান দুই মিনিট আগেই বদলি নামা ইতালিয়ান মিডফিল্ডার স্তেফানো স্তুরারো।

এরপর ৮২তম মিনিটে জিনোয়ার ব্যবধান দ্বিগুন করেন পানদেভ। মাঝমাঠের আগে থেকে বল পায়ে ছুটে গিয়ে বাঁ দিকে পাস দেন কোত দি ভোয়ার ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান কুয়ামে। আর প্রথম ছোঁয়ায় নিখুঁত শটে জাল খুঁজে নেন মেসিডোনিয়ার ফরোয়ার্ড পানদেভ।

চলতি মৌসুমে লিগে ২৭ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ের পর প্রথম হারের স্বাদ পেল প্রতিযোগিতার সফলতম দলটি।

৭৫ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে জুভেন্টাস। দ্বাদশ স্থানে থাকা জেনোয়ার পয়েন্ট ৩৩।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :