নওগাঁয় ভোট চলাকালে প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

নওগাঁ প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ১১:৩৫
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে উপজেলা নির্বাচনের দায়িত্ব পালনের সময় মাজেদুল ইসলাম নামে এক প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। মাজেদুল ইসলাম উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে প্রিজাইটিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য ওই ভোট কেন্দ্রে যান মাজেদুর। এ সময় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন পারভেজ জানান, ভোটকেন্দ্রের কর্মকর্তার মৃত্যুর পর ওই কেন্দ্রে অন্য প্রিজাইডিং কর্মকর্তা দিয়ে যথাসময়ে ভোটগ্রহণ শুরু করা হয়েছে।

ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :