ফ্লাগশিপ ফোনের ফিচার কম দামি ফোনে

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৪:২৬

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

ফ্লাগশিপ ফোনের ফিচার ব্যবহার করতে চান, কিন্তু বাজেট কম। এখন উপায়? উপায় বাতলে দিয়েছে ভারতের হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভা। তারা সাশ্রয়ী দামের এমন একটি ফোন এনেছে যেটাতে ফ্লাগশিপ ফোনের অনেক ফিচারই রয়েছে। মডেল লাভা জেড৪০। 

এটি একটি ফোরজি কানেকটিভিটি সমৃদ্ধ স্মার্টফোন। ব্ল্যাক এবং গোল্ড এই দুইটি কালারে ফোনটি পাওয়া যাচ্ছে। 

সাশ্রয়ী দামের এই ফোনে রয়েছে ৪ ইঞ্চির ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৫৬ শতাংশেরও বেশি। রয়েছে কর্নিং গরিলা গ্লাস।

এই ফোনে রয়েছে ১ জিবি  ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে। 

ফোনটিতে অ্যানড্রয়েড অরিও ৮.১ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। সঙ্গে আছে ইউনি এসওসি এসসি৯৮৩২ই চিপসেট।

ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ২ মেগাপিক্সেল ক্যামেরা আর সঙ্গেই রয়েছে ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দুটি ক্যামেরার সঙ্গেই রয়েছে এলইডি ফ্ল্যাশ।

এই ফোনে থাকছে ২২৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের রিমুভেবল ব্যাটারি। 

কানেক্টিভিটির জন্য আছে ফোরজি, এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, জিপিএস/এ-জিপিএস এবং টাইপ সি পোর্ট। 

ভারতের বাজারে ফোনটির দাম ৩,৪৯৯ রুপি।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এজেড)