গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৫:৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

শ্রম আইন মানছে না বলে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ব্যাংকটির চতুর্থ শ্রেণির কর্মচারীরা। দৈনিক ভিত্তিতে পিওন কাম গার্ড পদে নিয়োগ পেয়ে ২০ বছর ধরে শ্রম আইন অনুযায়ি সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের।

সোমবার ব্যাংকটির তিন হাজার কর্মচারীর চাকরী স্থায়ীকরণে দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রামীণ ব্যাংক ৪র্থ শ্রেণী কর্মচারী পরিষদ।

তাদের অভিযোগ, দৈনিক ভিত্তিতে তাদের পিওন কাম গার্ড পদে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ ২০ বছর ধরে তারা কাজ করছেন। কিন্তু শ্রম আইন অনুযায়ি সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা। এসময় তারা একটানা ২৪ ঘণ্টা দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার দাবিও তোলে।

কর্মচারী পরিষদের নেতারা অভিযোগ করেন, এক পদে নিয়োগ দিয়ে পিয়ন, ঝাডুদার ও নাইট গার্ডের কাজ করানো হচ্ছে সবাইকে দিয়ে।

পরিষদের আহ্বায়ক আজিজুল হক বাবুল জানান, বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্টে এ ধরণের অসংগতির কথা উল্লেখ থাকলেও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধও করা হচ্ছে না।

কর্মচারী পরিষদের নেতারা গ্রামীণ ব্যাংকে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগেরও দাবি জানান।

ঢাকাটাইমস/১৮মার্চ/ডিএম