বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি-সাকিব-মুশফিক

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৭:৫৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ইএসপিএনের চোখে ২০১৯ সালে বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার জায়গায় পেয়েছেন। তারা হলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

মাশরাফি আছেন ৯৮তম অবস্থানে। সাকিব আছেন ৯০তম অবস্থানে। আর মুশফিক আছন ৯২তম অবস্থানে। এই প্রথমবারের মতো ইএসপিএনের সেরা ১০০ ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

সেরা অবস্থানে আছেন পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেবর্ন জেমস আছেন দ্বিতীয় অবস্থানে। তৃতীয় অবস্থানে আছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। চতুর্থ অবস্থানে আছেন বর্তমান সময়ের আরেক তারকা ফুটবলার নেইমার।

৭৮টি দেশের প্রায় ৮০০ জন ক্রীড়াবিদের মধ্যে থেকে এই তালিকা করা হয়েছে। এই তালিকা তৈরিতে মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়েছে। একটি হলো গুগলে খেলোয়াড়কে খোঁজার সংখ্যা। দ্বিতীয়টি হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-টুইটারে তাদের অনুসারী সংখ্যা। তৃতীয়টি হলো বিজ্ঞাপন ও পণ্যের দূতিয়ালি থেকে আয়ের পরিমাণ।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এসইউএল)