ট্রেনের ভাড়া এখনই বাড়ছে না: রেলমন্ত্রী

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৮:০৩ | আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১৮:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ট্রেনের বিদ্যমান ভাড়া এখনই বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এছাড়া ভবিষ্যতে রেলওয়ের আর কোনো ট্রেন লিজ দেওয়া হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।

সোমবার দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা জানান।

২০১৬ সাল থেকে প্রতিবছর ভাড়া বাড়ানোর নীতি অনুসরণ করা হচ্ছে। তবে গেল বছর জাতীয় সংসদ নির্বাচন থাকায় তা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাড়া বৃদ্ধির প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) চাপ এবং একটি বিদেশি পরামর্শক সংস্থার সুপারিশে ২৫ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করা হয়।

রেলমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সাপেক্ষে ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

‘পাশ্ববর্তী দেশে রেলের সুযোগ সুবিধা দেখে কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে ভাড়া বাড়ানোর বিষয় বিবেচনা করা হবে।’

নূরুল ইসলাম সুজন আরো বলেন, ‘শুধু যাত্রী ভাড়া দিয়েই তো আর রেল চলে না। এর সাথে আরও অনেক বিষয়ের সম্পর্ক আছে।’

বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেনের পরিচালনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ের কোনো ট্রেন আর লিজ দেয়া হবে না।’

‘সব ট্রেন মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে চলবে। বিদ্যমান লিজও আর নবায়ন করা হবে না।’

ঢাকাটাইমস/১৮মার্চ/ডিএম