বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: আইসিসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ১৮:০৪

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হয়। এই ঘটনায় অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। যার কারণে সিরিজের শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই হামলার ঘটনাটি সারা বিশ্বকে নাড়া দিয়েছে। বিশেষ করে, আসন্ন আইসিসি বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন।

তবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলছেন, বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আইসিসি শুধু খেলোয়াড়দের নিরাপত্তাই নয়, সাংবাদিক, দর্শকসহ সংশ্লিষ্ট সকলেরই নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।

ডেভ রিচার্ডসন বলেছেন, ‘আইসিসি সবসময় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। শুধু ক্রিকেটার নয়, সাংবাদিক, দর্শকসহ সংশ্লিষ্ট সকলের নিরাত্তা দিতে আমরা প্রস্তুত।’

তিনি আরো বলেছেন, ‘নিউজিল্যান্ডে একটি ঘটনা ঘটেছে। বিষয়টি হয়তো অনেককেই অবাক করেছে। ঘটনাটি প্রমাণ করে যে, নিরাপত্তার ক্ষেত্রে কোনো বিষয়ে ঘাটতি রাখার সুযোগ নেই। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় একটি ইভেন্টে।’

রিচার্ডসন বলেছেন, ‘আইসিসি ও যুক্তরাজ্যের সিকিউরিটি এজেন্সি সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে। যদি হুমকির মাত্রা বেড়ে যায় তাহলে আমরাও আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব।’

আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। এই আসরে মোট দশটি দল অংশ নিবে। দলগুলো হলো বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

(ঢাকাটাইমস/১৮ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :