মাগুরা মাতিয়ে গেলেন কণ্ঠশিল্পী নোবেল

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৮:৫৫ | আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১৯:০৮

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

বৃষ্টি ভেজা রাতে মাগুরার সংগীতপ্রেমী শ্রোতাদের মাতিয়ে গেলেন জি-বাংলা সারেগামাপার অন্যতম প্রতিযোগী কন্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল।

একে একে তিনি দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের গাওয়া গান- ‘সেই তুমি কেন এতো অচেনা হলে..., ছেলে আমার বড় হবে..., দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ...’সহ বেশ কয়েকটি গান গেয়ে শ্রোতাদের আনন্দে ভাসিয়ে দেন।

রবিবার রাতে নোবেলের গান শুনতে ও তাকে এক নজর দেখতে মাগুরাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দুপুর থেকেই হাজার হাজার মানুষ শহরের নোমানী ময়দানে ভিড় করতে থাকেন।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার পর রাত ৯টায় নোবেলের গান শুরু হলে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নারী-পুরুষ আনন্দে মেতে ওঠেন।

এছাড়া এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশের আর এক কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সংগীত পরিবেশন করেন তারা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে মাগুরা নোমানী ময়দানে ব্লাক আউট কর্মসূচি ও কেক কাটা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সন্ধ্যায় এ অনুষ্ঠান শুরু হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)