১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় প্রকাশ

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ১৮:৫৬ | আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১৯:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্কুল ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা ২৬ জুলাই সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ২৭ জুলাই কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে পাশাপাশি মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে প্রার্থীদের জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।

১৫তম শিখ্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রায় ১০ লাখ আবেদন জমা হয়েছে। গত ২৬ ডিসেম্বর এ আবেদন কার্যক্রম শেষ হয়।

ঢাকাটাইমস/১৮মার্চ/ডিএম