আইএফআইসি সাহিত্য পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ১৯:০৯

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৭ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং বুলবুল সরওয়ার। ‘অবিরাম পথ খোঁজা’ পবন্ধের জন্য সিরাজুল ইসলাম চৌধুরী এবং ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ ‘স্বপ্নভ্রমণ জেরুজালেম’ বইয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন লেখক বুলবুল সরওয়ার।

দেশবরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকম-লী আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-এর জন্য প্রত্যেক বছর বাংলাদেশে প্রকাশিত বাংলা ভাষার সেরা দুটি বই বাছাই ও নির্বাচন করে।

শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে ২০১৭ সালের জন্য মনোনীত দু’টি বইয়ের লেখককে নগদ ৫ লাখ টাকা (প্রতিটি বইয়ের জন্য), সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে। অর্থমূল্যে আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।

‘আইএফআইসি ব্যাংক সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’- এই স্লোগান নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এ পুরস্কার দিয়ে আসছে।

ঢাকাটাইমস/১৮মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :