বিএসএমএমইউতে টেকনোলজি ট্রান্সফার বিষয়ে সভা

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ২০:০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টেকনোলজি ট্রান্সফার বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় মেডিকেল টেকনোলজি কোম্পানি মেডট্রোনিকের সহযোগিতামূলক একটি সভা হয়েছে।

সোমবার বিএসএমএমইউয়ের বি ব্লকের ডা. মিল্টন হলে গুরুত্বপূর্ণ এ সভা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় কর্তৃপক্ষ।

মেডিকেল টেকনোলজি মেডট্রোনিকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওমর ইশরাকের সাথে সহযোগিতামূলক এই সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া।

সভায় চিকিৎসা সংশ্লিষ্ট আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির বিষয়ে জ্ঞান আহরণ ও দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং এই সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও প্রযুক্তির দাম কমানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, নবনিযুক্ত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক সহ বিএসএমএমইউয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৮ মার্চ/এএ/ইএস