আদালত ভবনের মালখানায় তালা পাল্টে দিল দুর্বৃত্তরা

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ২০:৫৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রামের নতুন আদালত ভবনের দ্বিতীয় তলায় রবিবার রাতে জেলা পুলিশের মালখানার তালা বদল করেছে দুর্বৃত্তরা।

কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মোবাশ্বের হোসেন বলেন, ‘রবিবার তালা দিয়ে মালখানা বন্ধ করা হয়। কিন্তু সোমবার সকালে তালা খুলতে গেলে নতুন তালা দেখা যায়। সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন তালাটি ভেঙে ফেলা হয়।’

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মোহসিন বলেন, ‘ঘটনা তদন্তে কোতোয়ালি থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মাঠে নেমেছে।’

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘মালখানা থেকে কোন কিছু খোয়া গেছে কিনা পুলিশ এখনো নিশ্চিত নয়। পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।’

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)