বগুড়ার সাত উপজেলায় আ.লীগ, তিনটিতে বিদ্রোহী

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ২২:২৩ | আপডেট: ১৮ মার্চ ২০১৯, ২২:৪১

বগুড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বগুড়ার ১২টি উপজেলার মধ্যে ১০টিতে সোমবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সাতটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। আর তিনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটির বিদ্রোহীরা বিজয়ী হয়েছেন। এছাড়া দুটি উপজেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন।

সোমবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বগুড়া সদরে আবু সুফিয়ান শফিক, গাবতলীতে রফি নেওয়াজ খান রবিন, সারিয়াকান্দি উপজেলায় মুনজিল সরকার, সোনাতলায় মিনহাদুজ্জামান লিটন, ধুনটে আব্দুল হাই খোকন, শাহজাহানপুরে প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও নন্দীগ্রামে রেজাউল আশরাফ জিন্নাহ বিজয়ী হয়েছেন।

আর শিবগঞ্জে মোটর সাইকেল প্রতীক নিয়ে ফিরোজ আহম্মেদ রিজু, কাহালুতে আনারস প্রতীক নিয়ে হাসিবুল হাসান কবিরাজ সুরজ ও দুপঁচাচিয়ায় আনারস প্রতীক নিয়ে ফজলুল হক স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

আর শেরপুর ও আদমদীঘিতে আগেই বিনা প্রতিন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/জেবি)