ডাকসুতে নির্বাচিতদের প্রথম সভা শনিবার

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৯, ২২:৫৪

পুননির্বাচনের দাবিতে আন্দোলনের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নবনির্বাচিতদের নিয়ে কার্যকরী পর্ষদের প্রথম সভার তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৩ মার্চ শনিবার এই সভা অনুষ্ঠিত হবে।

ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান, ওইদিন বেলা ১১টায় ডাকসু ও হল সংসদের প্রথম পর্ষদ সভা হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

ভিসি জানান, কেন্দ্রীয় সংসদের পর্ষদ সভা হবে পুরাতন সিনেট ভবনের অডিটোরিয়ামে। আর হল সংসদের সভা সংশ্লিষ্ট হলগুলোতে হবে।

প্রায় ২৮ বছর পর গত ১১ মার্চ অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। তবে সেই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে।একমাত্র ছাত্রলীগ ছাড়া আর সব ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করেন৷ কিন্তু তারপরও গভীর রাতে নির্বাচনের ফলাফলে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ভিপি পদে জয়ী হন৷ সমাজসেবা সম্পাদক পদেও জয়ী হন ওই প্যানেলের আখতার হোসেন৷ আর জিএস ও এজিএসসহ ২৩টি পদে জয়ী হন ছাত্রলীগের প্রার্থীরা৷

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের মধ্যে চারটি ছাত্রী ও দুটি ছাত্র হলে কোটা সংস্কার আন্দোলনের নেতারা জয় পান৷ কিন্তু এরপরও ভিপি নুরুল হক নুরুসহ বাম ও স্বতন্ত্র জোট নেতারা নতুন নির্বাচনের দাবি জানান৷ এক পর্যায়ে রোকেয়া হলসহ আরও কিছু হলের প্রার্থীরা আমরণ অনশন শুরু করেন নতুন নির্বাচনের দাবিতে৷ শনিবার রাতে রোকেয়া হলের প্রার্থীরা অনশন স্থগিত করেন৷

এই অবস্থার মধ্যে প্রধানমন্ত্রী গণভবনে ডাকসুর নবনির্বাচিত কমিটির সদস্যদের আমন্ত্রণ জানান৷ শনিবার বিকালে মাত্র একজন ছাড়া নুরসহ আর সবাই গণবভনে যান৷ হল সংসদের ২৩৪ জনের মধ্যে ২৩৩ জন এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৮ জন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন৷

ভিপি নুর গণভবনে গেলেও গতকাল সংবাদ সম্মেলন করে ডাকসুতে পুনর্নির্বাচনের দাবি জানান। ভোট বর্জনকারী প্রার্থীরা আন্দোলন কর্মসূচি ঘোষণাও করেন। তবে সোমবার উপাচার্য শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বলেছেন, যে অনিয়মের কথা বলা হচ্ছে সেটা ‘নরমাল’।

(ঢাকাটাইমস/১৮মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাবিপ্রবি ছাত্রলীগের ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :