সিরাজদিখানে গণপরিবহনের দাবিতে মহাসড়কে মানববন্ধন

প্রকাশ | ১৮ মার্চ ২০১৯, ২২:৫৭

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গণপরিবহনের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার লক্ষীবিলাস এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে পাঁচটি গ্রামের শতাধিক লোকজন এ মানববন্ধন করে।

ঢাকা-মাওয়া মহসড়কে চার লেনের কাজ চলমান থাকায় সরকার ছোট যানবাহন চলাচল নিষিদ্ধ করায় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী ও অসুস্থ রোগীর যাতায়াতের তেমন কোন সুযোগ নেই। পাঁচটি গ্রামের সুরু একটি রাস্তা মহাসড়কে সংযোগস্থল। মহাসড়কের চার কিলোমিটারের মধ্যে কোন বাস স্ট্যান্ড না থাকায় এবং মহাসড়কে ছোট যানবাহন চলাচল করতে না দেয়ায় বড় বাস এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহারসহ দুই-তিন গুণ ভাড়া নেয়। রাজধানী ঢাকাসহ উপজেলার সাথে যোগাযোগের ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধানের দাবি জানায় এ অঞ্চলের মানুষ।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় যুব মহিলালীগ নেত্রী খালেদা বেগম লিজা বলেন, ‘ঢাকা-মাওয়া মহাসড়কে পরিবহনের ছোট গাড়ি চলতে দেয় না। পাঁচটি গ্রামের মানুষ উপজেলাসহ বিভিন্ন স্থানে যাবার জন্য বাড়ি হতে অটোরিকশা, টমটম, লেগুনা করে যেতে হয়। আমাদের দাবি আগামী সাত দিনের মধ্যে মেনে না নিলে মহাসড়ক অবরোধ করা হবে।’

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)