গাইবান্ধায় তিনটিতে আ.লীগ, দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী

গাইবান্ধা প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৮:৫৩ | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ০৮:২০

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গাইবান্ধার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। আর দুটিতে জিতেছেন একই দলের বিদ্রোহী প্রার্থী।

সোমবার রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে নির্বাচিতরা হলেন-ফুলছড়ি উপজেলার জিএম পারভেজ সেলিম, সাদুল্ল্যাপুর উপজেলায় শাহরিয়ার কবির বিপ্লব এবং পলাশবাড়ী উপজেলায় একেএম মোকছেদ চৌধুরী।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদর উপজেলার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ সারোয়ার কবির (ঘোড়া) এবং সাঘাটা উপজেলার জাহাঙ্গীর কবির (ঘোড়া) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে সোমবার সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল চারটা পর্যন্ত। জেলার পাঁচটি উপজেলায় মোট ৩৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

এসব উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১০ লাখ ৬০ হাজার ২৭৪। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ১৭ হাজার ৭৫৬ জন এবং নারী ভোটার সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৫১৮ জন।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এমআর )

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :