দিনাজপুরের ১২ উপজেলায় নৌকা ৭, স্বতন্ত্র ৪টিতে জয়ী

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০৮:৪৮ | আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৮:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দিনাজপুরের ১২টি উপজেলা পরিষদ নির্বাচনে সাতটিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। বাকি পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও একটিতে জয় পেয়েছে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী। আওয়ামী লীগ থেকে যারা জয় পেয়েছেন তাদের মধ্যে তিনজন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

গতকাল সোমবার ভোটগণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনে নৌকা প্রতীকে বেসরকারিভাবে জয়ীরা হলেন- বিরল উপজেলায় একেএম মোস্তাফিজুর রহমান বাবু, বীরগঞ্জ উপজেলায় আমিনুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলায় আতাউর রহমান এবং ফুলবাড়ী উপজেলায় আতাউর রহমান মিল্টন।

পার্বতীপুর উপজেলায় নৌকার প্রার্থী হাফিজুল ইসলাম প্রামানিক, হাকিমপুর (হিলি) উপজেলায় হারুনুর রশীদ এবং ঘোড়াঘাট উপজেলায় নৌকার প্রার্থী রাফে খন্দকার শাহেন শাহ্ নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে যারা জয় পেয়েছেন- খানসামা উপজেলায় (মোটরসাইকেল) আবু হাতেম, কাহারোল উপজেলায় (মোটরসাইকেল) আব্দুল মালেক সরকার, চিরিরবন্দর উপজেলায় (আনারস) তারিকুল ইসলাম তারিক এবং বিরামপুর উপজেলায় (আনারস) খাইরুল আলম রাজু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

বোচাগঞ্জ উপজেলায় লাঙ্গল প্রতীকে জয় পেয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) জুলফিকার হোসেন।

অন্যদিকে আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দিনাজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থী ইমদাদ আলী সরকার নির্বাচিত হয়েছেন।

ঢাকাটাইমস/১৯মার্চ/এসএএস/এমআর