আইপিএল চলাকালে রাজনৈতিক বিজ্ঞাপন নয়

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ১০:৫৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

লোকসভা নির্বাচনের আবহকে ব্যবহার করে বাণিজ্যিক মুনাফা লোটার ইচ্ছা ছিল স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের। তবে তাদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের সময় বিপুল সংখ্যক দর্শকদের কাছে রাজনৈতিক বিজ্ঞাপন পৌঁছে দিতে পারলে নিঃসন্দেহে সেটি ব্যাপকভাবে লাভজনক হতো।

সেই মর্মে স্টার ইন্ডিয়া আবেদনও জানায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। তবে, ক্রিকেট ও রাজনীতিকে এক সূত্রে গেঁথে ফেলতে রাজি হয়নি বিসিসিআই। বোর্ড তাদের পুরনো অবস্থানে অনড় থেকে টেলিভিশন সম্প্রচারকারী সংস্থাকে স্পষ্ট জানিয়ে দেয়, আইপিএল চলার সময় স্টার স্পোর্টসের পর্দায় কোনোরকম রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

আগামী ১৩ মার্চ শুরু হয়ে ১৯ মে শেষ হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৬০টি। আইপিএলে বাংলাদেশ থেকে এবার একমাত্র ক্রিকেটার হিসাবে দল পেয়েছেন সাকিব আল হাসান।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/এসইউএল)