পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক নয়: গম্ভীর

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ১১:২৮ | আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:৫৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তান বিরোধিতার প্রশ্নে তিনি অনড়। সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর জানিয়ে দিলেন, সার্বিকভাবে পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছেদ করা হবে, না তাদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা হবে তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের নিহত হওয়ার ঘটনার পরে ভারত-পাকিস্তান সম্পর্কে ভয়ঙ্কর অবনতি ঘটেছে। ভারতীয় বোর্ড জানিয়ে দেয়, বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করা হোক। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, হরভজন সিংহের মতো সাবেক ক্রিকেটাররা বলেছেন, বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ খেলা উচিত নয় ভারতের। এমনকি রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচে জওয়ানদের সম্মান জানাতে সেনা সদস্যদের ক্যাপ পরে খেলতে নেমেছিলেন বিরাট কোহালিরা।

কিন্তু বিশ্বকাপে যে আগের সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচ হবে তা স্পষ্ট করে দিয়েছে আইসিসি। সোমবার এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ টেনে ভারতের সাবেক ওপেনার বলেছেন, ‘শর্ত সাপেক্ষে নির্বাসন বলে কিছু হতে পারে না। হয় আমরা পাকিস্তানকে বয়কট করব অথবা তাদের সঙ্গে সমস্ত প্রতিযোগিতাতেই খেলব। পুলওয়ামায় যা হয়েছে তা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’

গম্ভীর আরও বলেছেন, ‘আইসিসির প্রতিযোগিতাগুলোতে পাকিস্তানকে বয়কট করা যে কঠিন হবে, সেটা আমিও জানি। কিন্তু আমরা এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিতে পারি। আমি এখনো মনে করি, পাকিস্তানের সঙ্গে কোনোরকম ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয় ভারতের।’

আইসিসির কাছে পাঠানো চিঠিতে পাকিস্তানের নাম না করে ভারতীয় বোর্ড এই আবেদনও জানিয়েছিল, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তাদের বাতিল করা হোক। সেই দাবি অবশ্য খারিজ করে দেয় আইসিসি। গম্ভীর সেই সিদ্ধান্তের সমালোচনা করে উদাহরণ টেনেছেন ২০০৩ বিশ্বকাপের। সেবার রবার্ট মুগাবের অত্যাচারের প্রতিবাদ জানিয়ে জিম্বাবুয়ে ম্যাচ বয়কট করেছিল ইংল্যান্ড।

গম্ভীর বলেছেন, ‘বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে ইংল্যান্ড যদি জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে তাহলে ভারত কেন পাকিস্তানের বিরুদ্ধে বয়কট করতে পারে না? ভারতীয় বোর্ডের সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি মনে করি, বোর্ড সেই নির্দেশ দিলে ভারতীয় দলের সমস্ত ক্রিকেটার দুই পয়েন্ট পাকিস্তানকে ছেড়ে দেওয়ার বিষয়ে মানসিকভাবে প্রস্তুত হয়ে যেত।’

গম্ভীর দাবি করেছেন, ‘তাতে যদি আমরা সেমিফাইনালে না উঠতে পারতাম তা হলে কেউ ভারতীয় দলকে দোষারোপ করত না।’

(ঢাকাটাইমস/১৯ মার্চ/এসইউএল)