এত ঘটনার পরও ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে: শোভন

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৩:৫৮ | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ১৩:৪৮

এত ঘটনার পরও ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন এ নির্বাচনে ভিপি পদে পরাজিত প্রার্থী ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। বলেন, ‘প্রতিটি নির্বাচনেই কিছু সমস্যা থাকে। কিন্তু ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে। তা না হলে ছাত্রলীগের প্যানেলের সবাই জয়ী হতো।’

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।

শোভন বলেন, ‘ডাকসু নির্বাচনে অনেক ঘটনা ঘটেছে। সর্বোপরি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আপনারা জানেন, কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। তা পুনরায় গ্রহণ করা হয়েছে। রোকেয়া হলেও একইভাবে নতুন করে ভোট গ্রহণ করা হয়।’

‘যদি এত ঝামেলা হতো তাহলে কিন্তু ছাত্রলীগ সব প্রার্থীই জয়ী হতো। সেটা কিন্তু হয়নি। তার মানে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এখনও পরিবেশ শান্ত রয়েছে।’

আগে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরতো, লাশ পড়তো মন্তব্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘সেই রক্ষক্ষয়ী পরিবেশ কিন্তু এখন নেই। আমরা চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকুক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করুক। ঢাকা বিশ্ববিদ্যালয় নিজস্ব নিয়মে চলুক। এখানে কেউ যেন বাধা দিতে না পারে।’

পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে শোভন বলেন, ‘আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে ভোট দিয়েছেন, তাতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণের জন্য তাদের সুযোগ-সুবিধার দিকে খেয়াল রাখবেন।’

‘আমার আহ্বান, ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত না ঘটিয়ে শিক্ষার্থীদের দিকে তাকান। নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে ঢাবির শিক্ষার্থীদের স্বার্থের কথা চিন্তা করেন।’

ঢাকাটাইমস/১৯মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :