নির্বাচন নিয়ে মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৬:৪১ | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ১৬:১৮

বাংলাদেশে একাদশ সংসদ নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন একপেশে উল্লেখ করে সরকার সেটি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী একথা বলেন। একাদশ সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে ওই প্রতিবেদনে বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

ওই প্রতিবেদনে বিএনপির মনোনয়ন বাণিজ্যের ঘটনা আসেনি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এই রিপোর্ট দুদেশের সম্পর্কে প্রভাব ফেলবে না। তবে যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের মানবাধিকারের দিকে মনোযোগী হওয়া।’

মার্কিন ওই প্রতিবেদনে বলা হয়, ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটবাক্সে ব্যালট ভরা, বিরোধী দলের পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের হুমকি দেওয়াসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকলেও কার্যত সব ক্ষমতাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্রীভূত হয়ে আছে।

স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে তথ্যমন্ত্রী বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বড় কারণ হচ্ছে নির্বাচনে বড় কয়েকটি দলের অংশ না নেওয়া।’

এসময় নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই রাঙ্গামাটিতে হামলা হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ঢাকাটাইমস/১৯মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :