দুই টাকায় কিলোমিটার

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ১৬:৪৭

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস

পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি তৈরি করল টাটা মোটরস। মডেল টাটা অ্যালট্রোজ ইভি। এই গাড়িতে প্রতি কিলোমিটারে খরচ হবে দুই টাকা। 

শুরুতে ভারতের বাজারে ৪৮০০ গাড়ি অবমুক্ত করবে টাটা। পর্যায়ক্রমে আরো গাড়ি উৎপাদনে নামবে প্রতিষ্ঠানটি। 

এই গাড়িতে রয়েছে একটি শক্তিশালী ম্যাগনেট এসি মোটর। এই মোটরকে শক্তি জোগাবে ৭৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। মোটরের শক্তি ১০০.৬ বিএইচপি। এতে ১৪০ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। 

টাটা দাবি করছে তাদের ইলেকট্রিক কার এক চার্জে টানা ২৫০ থেকে ৩০০ কিলোমিটার পথ চলবে। মাত্র ৬০ মিনিটেই ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে।

বিশেষজ্ঞদের অনুমান, বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি সমেত এই গাড়ির দাম প্রায় ১৫ লাখ টাকা হতে পারে।

২০২০ সালের সেপ্টেম্বর মাস নাগাদ ভারতের বাজারে লঞ্চ হতে পারে এই গাড়ি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এজেড)