মোশাররফ রুবেলের সফল অস্ত্রোপচার

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ১৭:০৩ | আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১৭:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ব্রেন টিউমারে আক্রান্ত মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হয়েছে। সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হওয়ার পর মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টায় এই সার্জারি শুরু হয়।

সার্জারির পর বাঁহাতি এই স্পিনারের স্ত্রী চৈতি ফারহানা রূপা নিজের ফেসবুকে তার সফল অস্ত্রোপচারের বিষয়টি জানিয়েছেন। তিনি ফেসবুকে জানিয়েছেন, ‘আমার স্বামী মোশাররফ হোসেন রুবেলের অস্ত্রোপচার সফল হয়েছে। সে এখন সুস্থ আছে।’

মোশাররফ রুবেলের স্ত্রীর দেওয়া ফেসবুক স্ট্যাটাস।সার্জারির পর রুবেলের ছবি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘সার্জারির পর সে হাত-পা নাড়াতে পারছে। কোনও সমস্যা হচ্ছে না। কথাও বলতে পারছে।’

সবার কাছে দোয়া প্রার্থনা করে রুবেলের স্ত্রী আরও লিখেছেন, ‘সবাই যেভাবে পাশে রয়েছেন ও দোয়া করছেন তার জন্য ধন্যবাদ। সবাই তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করবেন।’

জাতীয় দল থেকে বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল। বেশ কিছুদিন ধরেই তিনি মাথা ব্যথাসহ সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব। তবে চিকিৎসকরা জানিয়েছেন, মোশাররফের ব্রেনের টিউমারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তারা পরামর্শ দিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। সেই কারণেই সিঙ্গাপুর গিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এইচ)