কিরণকে গ্রেফতারে ফিফার উদ্বেগ

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ১৮:৫৯

ক্রীড়া প্রতিবেদক,ঢাকাটাইমস

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

মাহফুজা আক্তার কিরণের শারীরিক অবস্থা এবং তার মামলার অগ্রগতির বিষয়ে ফিফার পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে জানতে চাওয়া হয় বলে নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।  মঙ্গলবার  অবশ্য দুপুরে মাহফুজা আক্তার কিরণ জামিন পান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে গত সপ্তাহে মামলা করা হয়। ১৬ই মার্চ ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তাকে।

গতকাল সোমবার বাফুফে কর্মকর্তাদের কাছে মাহফুজা আক্তার কিরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মাহফুজা আক্তার কিরণ একই সাথে ফিফা ও এএফসি'র (এশিয়ান ফুটবল কনফেডারেশন) কাউন্সিলের সদস্য। কিরণের গ্রেফতারে ঘটনায় ফিফা'র পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশনও উদ্বেগ প্রকাশ করেছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এইচ)