১৫ দিনেও উদ্ধার হয়নি হত্যা মামলার বাদী

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ১৯:০৪

লক্ষ্মীপুরে স্কুলছাত্রী শিলা হত্যা মামলার বাদী নুর জাহান বেগম নয়ন অপহরণের ১৫ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এর আগে ৫ মার্চ লক্ষ্মীপুর আদালতে আসার পথে নুর জাহান বেগম নয়নকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার মেয়ে শিমু আক্তার ও স্বামী দুলাল হোসেন।

হত্যা মামলার পর থেকে আসামিরা বাদী নুরজাহান বেগম নয়নকে বিভিন্ন সময় প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়ে আসছিল বলে জানান তারা।

মঙ্গলবার দুপুরে জানতে চাইলে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন জানান, ‘তিনি তদন্ত কাজ শুরু করলেও অসুস্থতা ও নানা ব্যস্ততার কারণে তদন্ত কাজ পুরোপুরি শুরু করতে পারেননি। নুর জাহান বেগম নয়নের মোবাইল কললিস্ট-এর আবেদন করা হলেও এখনো তা তার হাতে এসে পৌঁছায়নি।’

এ দিকে কোন উপায়ান্ত না পেয়ে নয়নের মেয়ে শিমু আক্তার বাদী হয়ে তার মায়ের দায়েরকৃত মামলার আসামিসহ ১১ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল চন্দ্রগঞ্জের আদালতে ১০ মার্চ একটি অপহরণ মামলা করলে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে। মামলাটি গত সোমবার পিবিআই কার্যালয়ে পৌঁছেছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ হওয়ার পর পিবিআই তাদের কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।

এ দিকে থানায় সাধারণ ডায়েরি ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ এবং আদালতে অপহরণ মামলা করার পর থেকে মামলার আসামি ইছমাইল, ফিরোজ, আমির হোসেন তাদের অনুগতদের নিয়ে বাদী ও সাক্ষী এবং অপহৃত নুরজাহান বেগম নয়নের স্বজনদের বাড়িতে বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদী শিমু আক্তার, তার বাবা দুলাল হোসেন, শ্বশুর নুর নবী ও খালা বেবী আক্তার।

মামলা প্রত্যাহার না করা হলে তাদেরও নুরজাহান বেগম নয়নের পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিচ্ছেন আসামিরা। ফলে তারা চরম নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।

গেল বছরের ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী শিলা আক্তারকে (১৩) একই বিদ্যালয়ের শিক্ষকদের অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে মমুর্ষূ অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিলা একই উপজেলার উত্তর জয়পুর গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

এ ঘটনায় নিহত শিলার মা নুর জাহান বেগম নয়ন বাদী হয়ে একই বছরের ২৮ মে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

গত ৫ মার্চ সকালে একটি ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় আদালতে আসার পথে মামলার বাদী নুর জাহান বেগম নয়ন পথে নিখোঁজ হন।

হত্যা মামলার বাদী নুর জাহান বেগম নয়নকে উদ্ধার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অপহৃত নুর জাহান বেগম নয়নের স্বজনরা।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :