স্বর্ণসহ গ্রেপ্তার দুই বিমানবালা রিমান্ডে

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ১৯:১৮ | আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১৯:৩১

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণসহ গ্রেপ্তার দুই বিমানবালা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ গ্রেপ্তার দুই বিমানবালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন বিমানবালা ফারজানা আফরোজ (৩১) ও সায়মা আক্তার (৪০)।
স্বর্ণ পাচারের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুটি মামলায় আসামিদের আজ আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে বিচারক আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকর ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার সৌদি এয়ারলাইন্সের ওই দুই বিমানবালাকে তল্লাশি করে তাদের অন্তর্বাস থেকে চার কেজি ২০০ গ্রাম স্বর্ণের বার জব্দ করে বিমানবন্দর কাস্টমস। আসামি ফারজানার কাছ থেকে ১০টি বার এবং সায়মার কাছ থেকে ২৬টি বার জব্দ করা হয়। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা বলে জানায় কাস্টমস।

(ঢাকাটাইমস/১৯মার্চ/মোআ)