শিক্ষাব্যবস্থার গড়মিল পরিবর্তন হবে: বাদশা

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ২০:০৪

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা যদি মুক্তিযুদ্ধের ধারায় না যায়, যদি সংবিধানকে অনুসরণ না করে- তবে এই শিক্ষাব্যবস্থা আমাদের জাতীয় চেতনার বিকাশে কাজে লাগবে না। তাই শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে যে গড়মিল রয়েছে, সেগুলোর পরিবর্তন হবে।’

মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর (বিবি) হিন্দু অ্যাকাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের যে জাতীয় পাঠ্যসূচি আছে সেটা আমরা জাতীয় শিক্ষানীতিতে গ্রহণ করেছি। জাতীয় শিক্ষানীতি হচ্ছে মুক্তিযুদ্ধের শিক্ষা নীতি, অসম্প্রাদায়িকতার নীতি। কিন্তু এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়া হচ্ছে যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করছে। আমরা এটা চাই না।’

বাদশা বলেন, ‘আমি সবসময়ই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে কথা বলি, কিভাবে আরো উন্নয়ন করা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণের চেষ্টা করি। এর ফলে রাজশাহীতে ১০ বছরে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না যেখানে গত ১০ বছরে সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার সঞ্জিব কুমার ভাটি। তিনি বলেন, ‘বিবি হিন্দু অ্যাকাডেমি অনেক পুরনো একটি প্রতিষ্ঠান। স্কুলটির শিক্ষার্থীরা শুধুমাত্র অ্যাকাডেমিক নয়, এর পাশাপাশি খেলাধুলায় সাফল্য অর্জন করুক এই প্রত্যাশা করছি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব তরুণ কুমার সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জগদীশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অলোক কুমার দাস, প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকার প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)