বাংলাদেশিদের অস্ট্রেলিয়া ভ্রমণে সতর্কতা

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ২০:২৮ | আপডেট: ১৯ মার্চ ২০১৯, ২২:৩৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
অস্ট্রেলিয়া (ফাইল ছবি)

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পাশের দেশ অস্ট্রেলিয়া ভ্রমণে বাংলাদেশিদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।  এর আগে নিউজিল্যান্ড ভ্রমণে সতর্কতা জারি করা হয়।

গত শুক্রবারের ওই ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন। অল্পের জন্য রক্ষা পান বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তায় বলেছে, নিউজিল্যান্ডে মসজিদে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই অস্ট্রেলিয়ার একজন সিনেটর এর জন্য মুসলিমদেরকেই দায়ী করেছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুসলিমদের উপস্থিতি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে অস্ট্রেলিয়ার জনগণের মধ্যে ভয় বাড়ছে বলে তিনি উল্লেখ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, খোদ একজন সিনেটরের কাছ থেকে কট্টরপন্থীদের মতো বক্তব্য আসার পর অস্ট্রালিয়ায় ঘৃণা ও বর্ণবাদের বাড়বাড়ন্তের আশঙ্কা তৈরি হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ক্যানবেরাতে বাংলাদেশ মিশন সহায়তার জন্য সবসময় প্রস্তুত আছে। দুটি নম্বরে ফোন করে তথ্য জানা যাবে। নম্বর দুটি হলো, +৬১৪২৪৪৭২৫৪৪, +৬১৪৫০১৭৩০৩৫।

(ঢাকাটাইমস/১৯মার্চ/জেবি)