নেত্রকোণায় ৪০ গির্জায় নিরাপত্তা জোরদার

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ২১:৪৪ | আপডেট: ১৯ মার্চ ২০১৯, ২২:৩৬

নেত্রকোণা প্রতিবেদক, ঢাকাটাইমস

নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দায় গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজিলান্ডে ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে গির্জাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান র‌্যাব-১৪ এর উপ-পরিচালক কোম্পানি অধিনায়ক লেফটেন্ট্যান্ট কমান্ডার এম শোভন খান।

তিনি বলেন, নেত্রকোণায় ৪০টি গির্জা রয়েছে। নিউজিলান্ডে ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে হামলার পর পর সব গির্জার ফাদারদের সাথে যোগাযোগ করা হয় তাদের নিরাপত্তা নিয়ে।

মঙ্গলবার দুপুরে গির্জা এলাকাগুলোতে র‌্যাবের সদস্যরা টহল দেয়। তাছাড়া বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গির্জাগুলোতে কাউন্সেলিং করা হচ্ছে, যাতে তারা ভীত সন্ত্রস্ত না হন। গির্জাগুলোর নিরাপত্তায় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

গত শুক্রবার ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে হামলার ঘটনায় ৫০ জন নিহত ও প্রায় ৩৪ জন আহত হন। নিজের হেলমেটে লাগানো ক্যামেরা দিয়ে পুরো হামলার ঘটনা লাইভ স্ট্রিম করেছেন ব্রেন্টন ট্যারেন্ট নামের হামলাকারী। হামলায় পাঁচ বাংলাদেশির মারা গেছেন।

ঢাকাটাইমস/১৯মার্চ/ ইএস