‘সাংবাদিকদের একতাবদ্ধ থাকা উচিত’

জাবি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২২:৩৪ | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ২২:০০

‘সাংবাদিকদের অধিকার রক্ষার্থে সবাইকে একতাবব্ধ থাকা উচিৎ। সবাই মিলে সমাজের অসঙ্গতি তুলে ধরে সংশোধনের কাজ করলে পেশাগত সুবিধার পাশাপশি ব্যক্তি নিরাপত্তা বজায় থাকবে।’

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি এসব কথা বলেন।

‘সান্ধ্যকালীন কোর্স চালু করা সবচেয়ে বড় ভুল ছিল’ উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর বলেন, ‘শিক্ষকদের অনুরোধে আমি সান্ধ্যকালীন কোর্স চালু করেছিলাম। শিক্ষকদের যুক্তি ছিল সান্ধ্যকালীন কোর্স চালু করলে তারা বাইরের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে যাবেন না। কিন্তু এখন তারা সব ফেলে সান্ধ্যকালীন ক্লাস নেয়াতে ব্যস্ত থাকেন। সান্ধ্যকালীন কোর্স এখন গলার কাটা হয়ে গেছে।’

তিনি বলেন, ‘সাংবাদিকদের এসব বিষয় তুলে ধরতে হবে। প্রশাসনকে জানাতে হবে। তবেই প্রশাসন সচেতন হবে। সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধাপক ড. নূরুল আলম সংবাদ কর্মীদের জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার পাশাপাশি ক্যারিয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকায় মুস্তাফিজ শফি, অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর ও অধাপক ড. নূরুল আলমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে বিদায়ী কমিটির চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক ড. আলমগীর কবির, সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, ছাত্রফ্রন্ট জাবি সংসদের সভাপতি সুষ্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর সংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান।

আরো উপস্থিত ছিলেন- জাবি প্রেসক্লাবের উপদেষ্টা কে এম আক্কাস আলী, প্রক্টর আ.স.ম. ফিরোজ উল হাসান, অধ্যাপক ড. আলী আজম তালুকদার, সহযোগী অধ্যাপক ড. তাজউদ্দিন শিকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :