পুঠিয়ায় ভিজিএফ চাল নিয়ে চালবাজি

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৯, ২২:৩২

রাজশাহীর পুঠিয়া জিউপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভিজিডির কার্ড দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

সুবিধাবঞ্চিতদের অভিযোগ, ‘ইউপি সদস্যরা অর্থের বিনিময়ে স্বচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।’

অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে জিউপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৩১৯ জন ব্যক্তিকে ভিজিডির কার্ডের আওতায় আনা হয়। তালিকা অনুযায়ী বেশিরভাগ স্বচ্ছল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তালিকা থেকে বাদ পড়েছেন অস্বচ্ছল ও অসহায় মানুষ।

মঙ্গলবার কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করার কথা থাকলেও বিভিন্ন অনিয়মের কারণে প্রতিবাদ জানান সুবিধাবঞ্চিতরা। এ ঘটনায় ইউপি সদস্য জয়নাল আবেদনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ কারণে পুলিশ পরিষদকে ভিজিডি চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

জানতে চাইলে ইউনিয়নের নারী সদস্য মমতাজ খাতুন মনি বলেন, ‘ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে সুবিধা নিয়ে ভিজিডির কার্ড দিয়েছেন। আমিসহ কয়েকজন অসহায় মানুষ এর প্রতিবাদ জানালে তিনি আমাদের দেখে নেয়ার হুমকি দিয়েছেন।’

তবে অর্থের বিনিময়ে কার্ড প্রদানের বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোকজন ষড়যন্ত্র করছে। পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদে তদন্তে আসবেন। তারা বিষয়টি সঠিক সুরাহা করবেন।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তদন্ত করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বলেন, ‘ওই ইউনিয়ন পরিষদে ভিজিডির তালিকা নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। এ কারণে গতকাল সোমবার সুবিধাবঞ্চিত কিছু মহিলারা উপজেলায় এসে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।’

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :