গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন মোটর সাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
| আপডেট : ২০ মার্চ ২০১৯, ১০:৩৫ | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ০৮:২২
ফাইল ছবি

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতের কোনো সময় তারা এই দুর্ঘটনার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোরে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনশহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫), মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর।

এলাকাবাসীর ধারণা, নিহত যুবকেরা সদর উপজেলার ভেন্নাবড়ি রেলক্রসিং পার হওয়ার সময় রেলের ধাক্কায় নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনার স্থানে একটি রেল ক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে এই তিন যুবক মোটর সাইকেলে করে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়েছেন।

পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :