সুপার ওভারের নাটকীয়তায় দ. আফ্রিকার জয়

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ১০:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। গত রাতে কেপটাউনে অনুষ্ঠিত ম্যাচটি ড্র হওয়ায় গড়ায় সুপার ওভারে। তাতে ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২২ মার্চ।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। পরে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে। পরে সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।

লাসিথ মালিঙ্গার করা এই ওভার থেকে ডুসেন ও মিলার মিলে বিনা উইকেটে ১৪ রান তোলেন। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বিনা উইকেটে ৫ রান সংগ্রহ করে। সুপার ওভারে শ্রীলঙ্কার ব্যাটসম্যান ছিলেন থিসারা পেরেরা ও অভিশকা ফার্নান্দো। দক্ষিণ আফ্রিকার বোলার ছিলেন ইমরান তাহির।   

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১৩৪/৭ (২০ ওভার)

সুপার ওভার: ৫/০ (১ ওভার)

দক্ষিণ আফ্রিকা: ১৩৪/৮ (২০ ওভার)

সুপার ওভার: ১৪/০ (১ ওভার)

ম্যাচ সেরা: ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)।

(ঢাকাটাইমস/২০ মার্চ/এসইউএল)