শক্তিশালী পাওয়ার ব্যাংক বাজারে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১০:৩৭

চারগুণ দ্রুততার সঙ্গে চার্জ করতে সক্ষম নতুন একটি পাওয়ার গেজেট ব্যাংক বাজারে নিয়ে এসেছে স্থানীয় প্রযুক্তি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠান টেক রিপাবলিক লিমিটেড। কোয়ালকম ৩.০ পোর্টযুক্ত অ্যানার্জিপ্যাক হ্যালিকন পাওয়ার ব্যাংক সিরিজের প্রোলিংক পিপিবি ১০০১ মডেলের এই স্মার্ট পাওয়ার ব্যাংকটিতে আছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি।

কোয়ালকম ৩.০ প্রযুক্তি গুণে মাত্র ৩০ মিনিটেই ৮০ শতাংশ চার্জ সম্পন্ন হয়।‘পাস থ্রো প্রযুক্তি’র কল্যাণে পাওয়ার ব্যাংকটির দুইটি ইউএসবি পোর্টের মাধ্যমে একইসঙ্গে চার্জ গ্রহণ ও প্রদান করতে পারে। এর ‘ডিজিটাল এলইডি পাওয়ার ইন্ডিকেটরে’র মাধ্যমে

ব্যাটারিতে ঠিক কত শতাংশ চার্জ সঞ্চিত আছে রিয়েলটাইমে তা জানা যায়।

এতে ‘অ্যাডভান্স প্রোটেকশন প্রযুক্তি’ব্যবহার করায় বিদ্যুতে ওঠা-নামা, বিভ্রাট বা শকসার্কিট থেকে নিরাপদ রাখে। মাত্র ১৩.৮ মিলিমিটার পুরু প্রোলিংক পিবি ১০০১ পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে বাহারি চার রঙে- ধূসর, সাদা, সোনালী ও গোলাপী। এটিরমাধ্যমে স্বাচ্ছন্দ্যে আইফোনও চার্জ করা যায়। এর মূল্য- ২,৫০০ টাকা। মিলছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।

(ঢাকাটাইমস/২০মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা