আরেক বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ১২:৫৬ | আপডেট: ২০ মার্চ ২০১৯, ১২:৫৭

ঢাকাটাইমস ডেস্ক
শিক্ষক হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরীর সঙ্গে হাফেজ হাসান

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রেখেছে আরেক বাংলাদেশি হাফেজ। তার নাম আলী হাসান। কাতারের দোহায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই হাফেজ তৃতীয় স্থান অধিকার করেছেন।

হাফেজ আলী হাসানের শিক্ষক ও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী এই তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মিশরের শায়খ আহমদ আল মিসরয়ী, কাতারের স্থানীয় উলামায়ে কেরাম ও সরকারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ণ কোরআন মুখস্থ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশি কিশোর হাফেজ আলী হাসান ঠাঁকুগাওয়ের হাফেজ আকমল হোসেনের ছেলে।

(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)