রাজশাহী সীমান্তে বিজিবির ফেনসিডিল ও গাঁজা জব্দ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১৪:১৯

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে ৬০ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার বিজিবির ১ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকালে খরচাকা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল পদ্মা নদীর চর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যাওয়ায় মাদক বিক্রেতাদের আটক করা যায়নি। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৭ হাজার ৫১০ টাকা।

বিজিবি জানায়, সীমান্তে জব্দকৃদ মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করা হয়েছে। পরে তা জনসম্মুখে ধ্বংস করা হবে।

ঢাকাটাইমস/২০মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :