বেনাপোলে ২০ স্বর্ণবারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১৪:২৬

ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে বুধবার দুপুরে ২০ টি স্বর্ণবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক সোনা পাচারকারীর নাম জিকরুল ইসলাম (৩৪)। তিনি নড়াইলের লোহাগড়া থানার আলেক মোল্লাহর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোলের আমড়াখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চারায়। পরে চেকপোস্টগামী দেশ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জিকরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ২০ টি স্বর্ণবার জব্দ করা হয়।

আটক সোনার মূল্য ১ কেটি ১৫ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটক জিকারুলকে বেনাপোল পোর্ট থানায় সোপদর্ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

ঢাকাটাইমস/২০মার্চ/ওআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :