টেকনাফ রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়লো ২০ ঘর

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১৬:৫৩

কক্সবাজারের টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে।

বুধবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গারা জানান, হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে প্রথমে হাসিনা বেগমের ঘরে আগুন লাগে। পরে আশপাশে ছড়িয়ে পড়ে। রোহিঙ্গারা বালতি, মগ ইত্যাদি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ২০টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। তবে কেউ দগ্ধ না হলেও ঘরে থাকা বিভিন্ন পণ্য আগুনে পুড়ে গেছে।

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, লেদা রোহিঙ্গা শিবিরের পাশে স্থানীয় আবদুল সালামের জমিতে আশ্রিত রোহিঙ্গাদের ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। শিবিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজর রাখছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিবেদক/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :