জিপি-টেলিনরের সঙ্গে সহজের চুক্তি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১৭:২৩

গ্রামীণফোন লিমিটেড ও টেলিনর হেলথের সঙ্গে সম্প্রতি চুক্তি করেছে সহজ লিমিটেড। এ চুক্তির ফলে, সহজে কর্মরতরা গ্রামীণফোনের করপোরেট বিজনেস সল্যুশন সুবিধার পাশাপাশি, টেলিনর হেলথের টনিকের ডিজিটাল স্বাস্থ্যসেবাসহ লাইফ কাভারেজ পাবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী মাইকেল ফোলি, টেলিনর হেলথের সিটিও কিথ দে আলউইস এবং সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহজ লিমিটেডের সিএফও মাকসুদুল ইসলাম, প্রতিষ্ঠানটির হেড অব এইচআর আফলাতুন কায়সার; গ্রামীণফোন লিমিটেডের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, প্রতিষ্ঠানটির এসএমই বিজনেস ডিরেক্টর শাওন আজাদ; টেলিনর হেলথের হেড অব বিটুবি অ্যান্ড পার্টনারশিপ মো. মোবায়দুর রহমান এবং টেলিনর হেলথের বিটুবি সেলস লিড মাহমুদ অফিসার।

(ঢাকাটাইমস/২০মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :