আইপিএলের শুরু থেকেই খেলবেন সাকিব

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ১৮:০৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। তবে এখন বেশ ভালো অবস্থায় আছেন তিনি। এই মুহূর্তে ব্যাটিং-বোলিং করার মতো অবস্থায় রয়েছেন সাকিব। শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলে খেলতে তাই কোনো সমস্যা হবে না তার। এমনটাই জানিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান।

সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ রবিবার (২৪ মার্চ) তাদের প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ইডেন গার্ডেনের এই ম্যাচেই খেলতে পারবেন তিনি।

ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের বিশ্বাস, ফিটনেসে কোনও ঘাটতি নেই সাকিবের। তিনি বলেন, ‘অবশ্যই শুরু (আইপিএল) হওয়ার আগে তো যাবেই। ডাক্তারের পরামর্শ ছিল ২০ মার্চ পর্যন্ত খেলতে পারবে না। কয়েকদিন তো অনুশীলনও করেছে সে। আমার মনে হয় ওর ফিটনেসটা ঠিক আছে। গত ৭ দিন অনুশীলন করেছে; ব্যাটিং-বোলিংও করেছে। ডাক্তারের বেধে দেওয়া সময় শেষ হয়েছে আজ, কাজেই সে এখন পুরোই ফিট।’

আইপিএল শুরু হতে আর বাকি চার দিন। সাকিব কবে দেশ ছাড়ছেন এ ব্যাপারে কিছু বলতে পারলেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক। জানা গেছে, বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হবেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবকে আগেই আইপিএল খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়েছে জানান আকরাম, ‘ওটাতো এরইমধ্যে দেওয়া হয়েছে।’

বিশ্বকাপের আগে আইপিএল খেলতে গিয়ে সাকিব যেন চোটে না পড়ে সেই দুশ্চিন্তা রয়েছে। আকরাম খান জানান, এ ব্যাপারে সাকিবকে ঝুঁকি না নিতে পরামর্শ দিয়েছেন তারা। বোর্ডের এই কর্মকর্তা বলেন, ‘সাকিব আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেটা নিয়ে আমাদের ভাবনা আছে। যাওয়ার আগে ওর সঙ্গে কথা বলবো, যেন ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। আর সাকিব নিজেও নিজের ব্যাপারে ভালো বুঝবে।’

(ঢাকাটাইমস/২০মার্চ/এইচ)