অন্তত দুই বছর গ্যাসের দাম বৃদ্ধি চায় না বিজিএমইএ

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ১৮:২৭ | আপডেট: ২০ মার্চ ২০১৯, ২১:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কোনও ভাবেই শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধি করা যোক্তিক হবে না বলে মনে করছে বিজিএমইএ। এ জন্য অন্তত দুই বছর গ্যাসের দাম বৃদ্ধি না করার দাবি জানিয়েছে পোশাকখাতের ব্যাবসায়ীদের এই সংগঠন।

বুধবার রাজধানীর বিজিএমইএ ভবনে শিল্পে জ্বালানীর মূল্য বৃদ্ধির নেতিবাচ প্রভাব সম্পর্কিত বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ  যৌথভাবে সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন এবং বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

সিদ্দিকুর রহমান বলেন, ‘কোনও ভাবেই এখন শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধি করা যোক্তিক হবে না। এতে উৎপাদন খরচ বাড়বে। গ্যাসের দাম বাড়ালে পোশাকখাতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।’

তিনি বলেন, ‘গনশুনানিতে শিল্পে গ্যাসের মূল্য বর্তমানে প্রতি ঘনফুট ৭ দশমিক ৭৬ টাকা থেকে বৃদ্ধি করে ১৮ দশমিক ৪ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুয়ায়ি গ্যাসের মুল্য বৃদ্ধি পারে ১৩২ শতাংশ। এতে শিল্পে উৎপাদান খরচ বৃদ্ধি পারে প্রায় পাঁচ শতাংশ।’

‘আমরা মনে করি এই প্রস্তাবনা শিল্পের প্রবৃদ্ধি ও বিকাশের সঙ্গে সাংঘর্ষিক। এই মূল্যবৃদ্ধি করা হলে বস্ত্র ও পোশাকখাতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই অন্তত দুই বছর শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি যেন না হয়। এমনিতেই শ্রমিকদের বেতন আমরা বাড়িয়েছি। সেটাই এখনো কাটিয়ে উঠতে পারিনি।’

বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিকেএমইএ) প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, ‘প্রতি ১০ বছরের জন্য একটি শিল্প পলিসি করা প্রয়োজন। কোন জিনিসের কেমন দাম বাড়ানো হবে সেটা এ পলিসিতে থাকবে। তাহলে শিল্প প্রতিষ্ঠানগুলোও সে অনুয়ায়ী পরিকল্পনা করতে পারবে।’

তিনি বলেন, এমনিতেই বরাদ্দ অনুযায়ী সংশ্লিষ্ট গ্যাস কোম্পানীগুলে গ্যাস সরবরাহ করতে পারছে না। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে তা ক্লিন নয়। এর প্রভাবে শিল্পের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করবো গ্যাস সংকটের কারণে দীর্ঘদিন যাবত যে সকল মিল আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তার ক্ষতিপূরণ না করা পর্যন্ত গ্যাসের কোনও প্রকার মূল্য বৃদ্ধি অগ্রহনযোগ্য।’

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন- বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ বলেন, ‘পোশাক শিল্পকে ধ্বংস করার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি করা হচ্ছে কি না সেটা খতিয়ে দেখতে হবে। এমনিতিই খরচ বেড়ে যাওয়ায় চাপে রয়েছেন ব্যবসায়ীরা।

ঢাকাটাইমস/২০মার্চ/জেআর/ডিএম