ভৈরবে জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ১৮:৪৯

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নানা আয়োজনে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হয়েছে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে কালো ব্যাজ ধারণ, মরহুমের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, তাবারক বিতরণ ও স্মরণসভা হয়েছে।

মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সকাল ৭টায় আওয়ামী লীগের ডাউলপট্টির দলীয় কার্যালয়ে কোরআনখানি, সকাল ৯টায় মরহুমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

পরে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শামসুজ্জামান বাচ্চুর সভাপতিতে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়।

স্মরণ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, ছাত্রলীগ সভাপতি সভাপতি খলিলুর রহমান লিমনসহ দলীয় নেতাকর্মীরা।

এদিকে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বাদ জোহর স্থানীয় মসজিদগুলোতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় ভৈরব প্রেসক্লাব ও ভৈরব টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এছাড়া শহরের ভৈরবপুরে জিল্লুর রহমানের নিজ বাড়ি ‘আইভি ভবনে’ সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)