ময়মনসিংহে দুই সহোদর হত্যায় চারজনের ফাঁসি

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ১৮:৫৪ | আপডেট: ২০ মার্চ ২০১৯, ২১:০০

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় কোদালধর এলাকার সহোদর হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক এহ্সানুল হক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- একই এলাকার রামচন্দ্রপুরের লিয়াকত আলী, আনোয়ার হোসেন, আবুল কাসেম ও হোসেন আলী।

মামলা সূত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে ২০০১ সালের ৪ আগস্ট দুপুরে রাম দা-বল্লমের আঘাতে আসামিরা মৃত হাফিজ উদ্দিনের দুই ছেলে আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিনকে হত্যা করে পালিয়ে যায়। পরে ৪ আগস্ট নিহত গিয়াস উদ্দিনের ভাই আব্দুল খালেক তারাকান্দা থানায় ২২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
এরপর দেশের বিভিন্ন জায়গা থেকে ২২ জন আসামি গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনে বিচারক এ আদেশ দেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)