দিয়াজ হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৯, ১৯:০০

ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার মো. আরমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর ছোট ভাই।

বুধবার সকাল বেলা সাড়ে এগারোটার দিকে তাকে চট্টগ্রাম শহরের চাঁদগাঁও থানা এলাকা থেকে আটক করা হয়।

সিআইডি পুলিশের এএসপি কুতুব উদ্দিন জানান, দিয়াজ হত্যা মামলার আসামি আরমানকে চাঁদগাও থানা থেকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের একটি বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। পরে তার মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে চবির এক শিক্ষকসহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক ১০ নেতাকর্মীকে আসামি করে আদালতে মামলা করেন।

দ্বিতীয় দফা ময়নাতদন্তে দিয়াজের শরীরে ‘হত্যার’ আলামত রয়েছে উল্লেখ করে প্রতিবেদন দেয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা। পরে আদালত দিয়াজের মায়ের করা এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেয় হাটহাজারী থানার ওসিকে।

ঢাকাটাইমস/২০মার্চ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা