ফরিদপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু, আটটি বসতঘর ভস্মীভূত

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ২০:১২

ফরিদপুর প্রতিবেদক, ঢাকা টাইমস

ফরিদপুরের নগরকান্দা ও সালথায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যুসহ আটটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে সালথায় ও বুধবার দুপুরে নগরকান্দার বিনোকদিয়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোকদিয়া বাজারের পাশের ব্যাপারিপট্টিতে আগুনে পুড়ে মারা যান তৃষ্ণা বেগম (৭০)। তিনি মৃত ফয়েজউদ্দিনের স্ত্রী।

এলাকার তোতা ব্যাপারির বাড়ির রান্নাঘর থেকে শুরু হয়ে এ আগুন মুহুর্তের মধ্যে আশেপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে তোতা ব্যাপারি, সলেমান ব্যাপারি, তপন ব্যাপারি, আরিফ খান, ফরহাদ খান, ফুলজান বেগমের আটটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। তৃষ্ণা বেগম এরই একটি ঘর থেকে বাইরে বের হতে না পারায় পুড়ে মারা যান।

নগরকান্দা দমকল বাহিনীর দুটি ইউনিট এসে আগুন নেভায়। বাহিনীটির স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, প্রায় ১০ লাখ টাকা মূল্যের সম্পদ পুড়ে গেছে।

অন্যদিকে দিবাগত রাত পৌনে ৩টার দিকে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের ছলে মাতুব্বারের বাড়িতে লাগা আগুন ফায়ার সার্ভিস গিয়ে নিয়ন্ত্রণ করে।

সালথা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুন লেগে দুইটি গরু ও দুইটি ছাগল পুড়ে মারা যায়। আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিবেদক/এআর)