শিগগির চাকসু নির্বাচন

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ২১:৩৯

চবি প্রতিনিধি, ঢাকাটাইমস

অবশেষে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন। ডাকসুর ধারাবাহিকতায় ২৮ বছর বন্ধ থাকার পর চাকসু নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বৃহস্পতিবার নীতিমালা প্রণয় কমিটি গঠনের কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার প্রভোস্টদের নিয়ে একটি সভায় চাকসু নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয় চবি কর্তৃপক্ষ। সভায় চাকসু নির্বাচনের জন্য নীতিমালা প্রণয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। 

চাকসু নির্বাচনের নীতিমালা অনেক পুরনো। তাই সাম্প্রতিক অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের নীতিমালা বিশ্লেষণ করে চাকসু নির্বাচনের নীতিমালা প্রণয়ন করা হবে।

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি চাকসু নির্বাচন করব। আমাদের নীতিমালাগুলো অনেক পুরনো, তাই নীতিমালা প্রণয়নের জন্য বৃহস্পতিবার একটি কমিটি গঠন করা হবে। তারপরে আমরা নির্বাচনের ঘোষণা দিতে পারব।’

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)