‘বঙ্গবন্ধু বিশ্বেরও বন্ধু ছিলেন’

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ২২:০১

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ সৃষ্টি করেছেন। তিনি বিশ্বের নির্যাতিত মানুষের বন্ধু ছিলেন। তিনি শুধু বঙ্গবন্ধুই ছিলেন না, তিনি বিশ্বেরও বন্ধু ছিলেন এবং সবার প্রাণপ্রিয় নেতা ছিলেন। জাতির পিতার এই স্বপ্নের বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা গর্বিত।’

বুধবার বিকালে ভোলা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমার গ্রাম আমার শহর। গ্রাম এখন শহরে রপান্তিত হয়েছে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নশীল দেশে রূপান্তিত করা। সেই লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে।’

আওয়ামী লীগের এ জেষ্ঠ্য নেতা বলেন, ‘আমাদের মাথা পিছু আয় ও জিডিবির হার বেড়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। যে বাংলাদেশ একদিন পিছিয়ে ছিল, সেই দেশ এখন বিস্ময়কর উত্থান এবং বিশ্বের কাছে প্রশংসিত।’

তোফায়েল আহমেদ বলেন, ‘জাতীয় নির্বাচন যেমনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে- তেমনি উপজেলা পরিষদের নির্বাচনও সুষ্ঠু হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

পুলিশের সুন্দর এই আয়োজনে তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘ভোলার পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে, ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।’

তোফায়েল আহমেদ বলেন, ‘আমার একটি স্বপ্ন বাকি আছে, আশা করি সেটিও পূরণ হবে। ভোলা-বরিশাল ব্রিজ হলেই এ জেলা সিঙ্গাপুরের আদলে তৈরি করা হবে।’

অনুষ্ঠানে পুলিশ সাপার মোকতার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মনিন টুলু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তারসহ জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)