স্পেনে বাংলাদেশি কিশোরীর সাফল্য

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ২২:১৪

জাহিদুল আলম মাসুদ, স্পেন

বাংলাদেশি কিশোরী সোহা রেসলিংয়ে স্পেনের জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র ১৪ বছর বয়সে ৬৬ কেজি ওজনে চ্যাম্পিয়ন হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে।

১৬ মার্চ স্পেনের জাতীয় এথল্যাটিক্স ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতায় এ গৌরব অর্জন করে সোহা। তার পুরো নাম আরিহা তাহসিন রহমান সোহা। ক্লাস নাইনে ইংলিশ মিডিয়ামে পড়ে সে।

সোহা জানায়, ‘রেসলিং মানে কোনো মারামারি না, একটা কৌশল। কৌশলে অপরপক্ষকে ঘায়েল করা। আমার টার্গেট এবার ইউরোপে চ্যাম্পিয়ন হওয়ার পর ওয়ার্ল্ড এবং অলিম্পিকে সেরা পার্ফমেন্স দেখানো।’

সে সবাই দোয়া চেয়ে বলে, ‘আমি যেন বাংলাদেশি মেয়ে হিসেবে অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে পারি।’

মাদ্রিদে বসবাসরত রংপুরের হাফিজুর রহমান এবং সোহেলী শারমিন দম্পতির মেয়ে সোহা। তার ভাই আকিব একজন ভালো রেসলার। মা একজন নারী সংগঠক।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)