দুর্যোগ মোকাবেলায় আমাদের তহবিল আছে: উপদেষ্টা

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ২২:৪৪

জাবি প্রতিবেদক, ঢাকাটাইমস

জলবায়ুর পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ তহবিল গঠন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

আজ বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং আয়োজিত ‘বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ জলবায়ু নিয়ে অনেক সচেতন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা ফান্ড তৈরি করেছি। আমরা এর আগে দেখেছি কোনো দুর্যোগ হলে টাকা দিয়েও খাবার পাওয়া যায় না। বর্তমানে এক বছরের খাদ্য মজুদ আছে। আমরা চাই না কেউ দরিদ্র, অনাহারে থাকুক এবং রোগশোকে আক্রান্ত হোক।’

বঙ্গবন্ধু দারিদ্র্য, অশিক্ষা, ক্ষুধা ও ধর্মান্ধ থেকে মুক্তি চেয়েছেন উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘রূপকল্প ২০২১ সালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা। এখন সে লক্ষ্যেই এগিয়ে চলছি।’

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ উন্নত হচ্ছে। এ কারণে কৃষিজমি ও বন ধ্বংস হচ্ছে। সারা দেশে ১০০টি অর্থনৈতিক এলাকা তৈরি করা হবে যাতে কৃষিজমি ও বনাঞ্চল ধ্বংস না হয়।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বঙ্গবন্ধু চেয়ার-এর অধ্যাপক ড. জয়শ্রী রায়। তিনি বিশ্ব আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। জলবায়ুর ভবিষ্যৎ সম্ভাবনাগুলো নিয়ে ছাত্র-শিক্ষকদের গবেষণা করার আহ্বান জানান তিনি।

সভাপতির ভাষণে উপাচার্য অধ্যপক ড. ফারজানা ইসলাম বঙ্গবন্ধুকে রাজনীতির অমর কাব্যের রচয়িতা হিসেবে অভিহিত করেন।

ইনস্টিটিউট অব রিমোট সেনসিংয়ের পরিচালক অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ ও শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা প্রমুখ।

(ঢাকাটাইমস/২০মার্চ/মোআ)